জাতীয় ঈদগাহে আইয়ুব বাচ্চুর জানাজা সম্পন্ন

0

সিটি নিউজ ডেস্ক :  বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা আজ শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এর আগে, সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আইয়ুব বাচ্চুর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।

আইয়ুব বাচ্চুর মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এসেছিলেন কুমার বিশ্বজিৎ, মানাম আহমেদ, শাফিন আহমেদসহ সংগীত ভুবনের অনেক তারকা। এ ছাড়া ছিলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও শমী কায়সার সহ অনেকেই।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ রাজনৈতিক ব্যক্তিবর্গও এসেছিলেন আইয়ূব বাচ্চুকে শেষ শ্রদ্ধা জানাতে।

কিংবদন্তি এই শিল্পীর ছেলে ও মেয়ে দেশে ফেরার পর শনিবার তার জন্মস্থান চট্টগ্রামের এনায়েত বাজার এলাকার পারিবারিক কবরস্থানে মায়ের পাশে সমাহিত করা হবে বলে পারিবারিকভাবে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এর আগে চট্টগ্রামে তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.