সংলাপ করবে  ভোজন করবে না

0

সিটি নিউজ ডেস্কঃঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নেবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট।তবে নৈশভোজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত  নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা।

আজ বৃহস্পতিবার (১ নভেম্বর ) সন্ধ্যা ৭টায় গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপের পরে উপস্থিত সবাইকে নৈশভোজে আমন্ত্রণ জানানোরও একটা আয়োজন ছিল গণভবনে।

নৈশভোজে অংশ না নেওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, একটি ক্রাইসিস মুহূর্তে সংলাপে যাচ্ছি আমরা। সেখানে নৈশভোজের তো কিছু নাই। আমরা যাব আলোচনা করতে, রাতের খাবার গ্রহণ করতে নয়।

জানা গেছে, বুধবার রাতে জাতীয় ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত নেয় গণভবনের নৈশভোজে অংশ না নেওয়ার।  এদিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও প্রচার সম্পাদক হাছান মাহমুদ এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।
গোলাপ বলেন, গণভবনে বলেছে কি না জানি না। তবে আমাদের জানানো হয়নি বা আমি জানি না।

তবে অন্য একটি সূত্র জানায়, বিএনপির চাপে ঐক্যফ্রন্টের নেতারা প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছেন না।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.