ভ্যাট পরিশোধের দায়িত্ব কর্তৃপক্ষের : এনবিআর

0

সিটিনিউজবিডি : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট শিক্ষার্থীদের দিতে হবে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ ভ্যাট পরিশোধের দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বলে সংস্থাটি একটি ব্যাখ্যা দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেয় এনবিআর। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন বিজ্ঞপ্তিতে সই করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করার জন্য নতুন করে ভ্যাট আরোপ করা হয়নি। বিদ্যমান টিউশন ফির মধ্যে ভ্যাট অন্তর্ভূক্ত রয়েছে। ভ্যাট বাবদ অর্থ পরিশোধ করার দায়িত্ব সম্পূর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, কোনক্রমেই শিক্ষার্থীদের নয়।বিদ্যমান টিউশন ফির মধ্যে ভ্যাট অন্তর্ভূক্ত থাকায় টিউশন ফি বাড়ার কোন সুযোগ নেই।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.