জাতীয় চারনেতা হত্যা দিবসের শোক সভা অনুষ্ঠিত

0

সিটি নিউজ ডেস্কঃঃ  ’৭৫ এর ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করার তিন মাসেরও কম সময়ের মধ্যে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ.এইচ.এম. কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এই দিনকে স্মরণ করে ১৪ নং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছিদ্দিক আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের সঞ্চালনায় লালখান বাজার ইস্পাহানী মোড়ে শোকদিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৩রা নভেম্বর জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১০ আসনের মাননীয় সাংসদ শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক সফল মন্ত্রী ডাঃ আফছারুল আমিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলশী থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মুমিনুল হক, ১৪ নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর এ.এফ. কবির আহমেদ মানিক।

এতে আরও বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ পান্ডে, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান, রফিক সওদাগর, এড. আবদুল্লাহ আহসান পিকু, আনিসুর রহমান, এনামুল হক বকুল, ইউনিট আওয়ামলীগ নেতা স্বপন দাশ বড়বাবু, যুবলীগ নেতা তপন সিংহ, সোহেল খান, সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ছাত্র মিলনায়তন সম্পাদক আজমল হোসেন হিরু, রেল শ্রমিকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সুজন, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ সাইফুদ্দিন, লালখান বাজার ওয়ার্ড যুবলীগ নেতা মাঈনউদ্দিন হানিফ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সনেট চক্রবর্ত্তী, লালখান বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান জেবিন, সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দিন, যুবলীগ নেতা জাকির, শাহাদাত, হাসান সোহাগ, ছাত্রলীগ নেতা দ্বীন ইসলাম, ফয়সাল, নওশাদ প্রমুখ।

জেল হত্যা দিবসের আলোচনা সভায় ডাঃ মোহাম্মদ আফসারুল আমিন এমপি বলেন, যারা মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় ৪ নেতাকে নির্মমভাবে কারাগারের অন্ধকারে হত্যা করেছে এবং হত্যাকারীদের মুক্তিতে সহায়তা করেছে সে বিএনপি জামায়াত জোটকে বাংলাদেশের রাজনীতি থেকে প্রত্যাখ্যান করে দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রাকে চলমান রাখতে দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.