নির্বাচন পেছানো হবে কিনা সোমবার জানানো হবেঃ সিইসি

0

সিটি নিউজ ডেস্কঃঃ  প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পেছানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত কাল সোমবার (১২ নভেম্বর) জানানো হবে। আজ রবিবার বিকালে নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে আজ রবিবার দুপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক মাস পিছিয়ে পুনঃ তফসিল ঘোষণার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন অবশ্যই চায় কমিশন। ভোটের পরিবেশ সুষ্ঠু হবে।

এর আগে বিকালে নির্বাচন একমাস পেছানোর লিখিত দাবি জানায় জাতীয় ঐক্যফ্রন্ট। এবং ভোট গ্রহণের তারিখ ৭ দিন পেছানোর অনুরোধ জানিয়ে সিইসিকে চিঠি দেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

এদিকে তফসিল পেছানোতে আওয়ামী লীগের কোন আপত্তি নেই বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.