দেশের উন্নয়ন যাত্রা কেউ থামাতে পারবে নাঃ প্রধানমন্ত্রী 

0

সিটি নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক বিপত্তি পেরিয়ে আমরা উন্নয়ন যাত্রা শুরু করেছিলাম, ইনশাল্লাহ আর কেউ এই যাত্রা থামাতে পারবে না।

আজ বুধবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী ১০১ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীকে সংবর্ধনা দেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে এবং তার সরকারের লক্ষ্য হলো উন্নয়নের এই ধারা চলমান রাখা। ইনশাল্লাহ, আমরা তা করতে সক্ষম হব।

আওয়ামী লীগ ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে দিন বদলের যে সনদ ঘোষণা করেছিল সে সম্পর্কে তিনি বলেন, ‘আমরা কতটুকু বদল আনতে পেরেছি তা এখন আপনারা বিবেচনা করবেন। কিন্তু আমার দাবি হলো যে আমরা অবশ্যই দিন বদল করতে পেরেছি।’

প্রধানমন্ত্রী বলেন, এখন বিশ্বের অনেক দেশ উন্নয়নের জন্য বাংলাদেশকে অনুসরণ করতে চায়। সারাবিশ্ব উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। তার সরকার গত ১০ বছরে দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে কমিয়ে ২১ শতাংশে নামিয়ে এনেছে। সরকারের লক্ষ্য হলো এই হার আরও পাঁচ শতাংশ কমিয়ে আনা।

তবে প্রধানমন্ত্রীর মতে, বাংলাদেশের এখনো আরও অনেক উন্নয়ন করা প্রয়োজন। গত ১০ বছরে বর্তমান সরকারের আমলে বাংলাদেশ বিশ্বের মাঝে মর্যাদার আসন অর্জন করে নিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর ১৩ সদস্যের মাঝে তাদের বীরত্বপূর্ণ এবং সাহসী অবদানের জন্য বাহিনী পদক-২০১৭ (শান্তিকালীন পদক) তুলে দেন। খবর: ইউএনবি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.