বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির শীতবস্ত্র বিতরণ

0

সিটি নিউজ,চট্টগ্রাম : যদি মানুষ হই মানুষের কষ্টে কি করে নিরব রই? এসো সবাই মানুষ হই! এ স্লোগানে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি বাওসো’র উদ্যোগে মাসব্যাপী কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান ২৪ নভেম্বর শনিবার নগরীর সিআরবিস্থ তাসফিয়া গার্ডেন এর হল রুমে বাওসোর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস এ কর্পোরেশন এর চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ শাহ আলম। কর্মসূচির উদ্বোধন করেন সাতকানিয়া পৌর সভার মেয়র মুহাম্মদ জোবায়ের।

বাওসোর প্রোগ্রাম কো অর্ডিনেটর মোহাম্মদ ইকফাত ফয়সাল ছোটনের সঞ্চালনায় অনুষ্ঠানের বাওসো’র অন্যান্য কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট শুভাশীষ শর্মা, এডভোকেট রাশেদুল ইসলাম চৌধুরী, হাফেজ ক্বারী আমান উল্লাহ দৌলত, মো: ফরিদুল আলম, সাংবাদিক আবদুল করিম সেলিম, মো: আওলাদ হোসেন, প্রচেষ্টার সভাপতি মঈন উদ্দিন আকবর, শাকিল আল মামুন, আব্দুর শুক্কুর, ইয়াছিন কামাল বাপ্পা, দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মো: শাহ আলম বলেছেন, আর্ত পীড়িতদের সেবাই সকল ধর্মের বড় ইবাদত। শীতার্ত মানুষের জন্য বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির এই মানবিক উদ্যোগ মানবিক মানুষ হওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত। সভাপতির বক্তব্যে নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেন, মানবিক মূল্যবোধের সমাজ বিনির্মাণে বাওসোর কর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.