দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

0

সিটি নিউজঃ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক প্রতিষ্ঠিত চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহার প্রাঙ্গণে গত বুধবার বৌদ্ধদের অন্যতম বড় ধর্মীয় উৎসব দানোত্তম শুভ কঠিন চীবর দান বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহা সভার মহামান্য উপ-সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের সভাপতিত্বে শোভন বড়ুয়া পরিচালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত দান সভায় সকালে বুদ্ধ পূঁজা, প্রয়াত ভিক্ষু বোধিমিত্র থের’র স্মরণে মহতি সংঘদান, অষ্টপরিস্কারদান, পঞ্চশীল গ্রহণ ও বুদ্ধ মুর্তিদান অনুষ্ঠিত হয়। বিকাল ২ঘটিকায় দানোত্তম শুভ কঠিন চীবর দানের মূল পর্বের ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুর প্রাক্কালে উদ্বোধনী ভাষণ প্রদান করেন বন্দর বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ধর্মাপ্রিয় থের এম এ মহোদয়, স্বাগত ভাষণ প্রদান করেন-বিহার পরিচালনা কমিটির সভাপতি দিলীপ কুমার বড়ুয়া, প্রধান স্বধর্ম দেশনায় অংশ গ্রহণ করেন- স্যার আশুতোষ কলেজ’র প্রাক্তন অধ্যক্ষ দীপক তালুকদার।

অন্যান্যদের মধ্যে ধর্মালোচনায় অংশ গ্রহণ করেন- ভদন্ত বজিরানন্দ মহাথের, ভদন্ত তিস্সানন্দ মহাথের, ভদন্ত সচ্চিতানন্দ মহাথের, ভদন্ত শাসন বংশ থের, ভদন্ত সুপাল বংশ থের, ভদন্ত ধর্মানন্দ থের, ভদন্ত স্মিতিমিত্র থের, ভদন্ত মেত্তানন্দ থের, ভদন্ত সুখানন্দ থের, সমাজসেবক দীপংকর বড়ুয়া, সাংবাদিক রাজু চৌধুরী, যুবলীগ নেতা সীজার বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সুই থোয়াই প্রু মারমা (শ্যামল মারমা), মৃদুল কান্তি সিংহ, উজ্জ্বল বড়ুয়া, অনুকর বড়ুয়া প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.