সেনাবাহিনী মোতায়েন ২৪ ডিসেম্বর

0

সিটি নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের একথা জানান তিনি। ইসি সচিব বলেন, সংসদ নির্বাচন উপলক্ষে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আগামী ২৪ ডিসেম্বর সেনাবাহিনী মাঠে নামবে এবং ২ জানুয়ারি মাঠ থেকে তুলে নেওয়া হবে।

এছাড়া বিজিবি মোতায়েনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, ২২ ডিসেম্বর বিজিবি মোতায়েন এবং ২ জানুয়ারি মাঠ থেকে তুলে নেওয়ার প্রস্তাব উঠেছে। বিষয়টি শনিবার চূড়ান্ত করা হবে।

ভোটের দিনে সাংবাদিকদের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হবে না জানিয়ে ইসি সচিব বলেন, সাংবাদিকের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হবে না, তবে সাংবাদিকদের নিয়ম মেনে কাজ করতে হবে। ভোটকেন্দ্রে বুথের ভেতর ঢুকে সরাসরি সম্প্রচার করা যাবে না।

এছাড়া অনিবন্ধিত বা নাম সর্বস্ব গণমাধ্যমের বিষয়ে নির্বাচন কমিশন কঠোর থাকবে বলেও জানান ইসি সচিব হেলালুদ্দীন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.