সেনাবাহিনীর নামে অপপ্রচার চালানো হচ্ছেঃ আইএসপিআর

0

সিটি নিউজ ডেস্কঃ আইএসপিআর জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর নামে ভুয়া ওয়েবসাইট তৈরি করে ও সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এসব প্রোপাগান্ডার ব্যাপারে সকলকে সতর্ক করেছে সেনা কর্তৃপক্ষ।

আজ সোমবার (২৪ ডিসেম্বর) আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক একাউন্ট, ইউটিউব চ্যানেল ব্যবহার করে বিভিন্ন প্রকার মিথ্যা তথ্য ও প্রপাগান্ডা প্রচারের মাধ্যমে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট হলো- www.army.mil.bd এবং Join Bangladesh Army joinbangladesharmy.army.mil.bd

সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজের লিংক: www.facebook.com/bdarmy.army.mil.bd ও ইউটিউব চ্যানেলের নাম: Bangladesh Army (www.youtube.com/channel/UCpkg5RjtYqjRbxwL9Gf5Tfw)

এগুলো ব্যতিত অন্যান্য সকল ভুয়া ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট তথ্য ও প্রপাগান্ডার ব্যাপারে জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

একই সাথে সর্বসাধারণকে সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্য সম্বলিত পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.