ভোট দিতে গ্রামে ছুটছে মানুষ

0

সিটি নিউজ : কাল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই সারা দেশে বিরাজ করছে নির্বাচনী আমেজ। র্নিবাচনের ছোয়া লেগেছে সারাদেশসহ বানিজ্যিক রাজধানী চট্টগ্রাম ও ঢাকায়। পছন্দের প্রার্থিকে ভোট দিতে গ্রামে ছুটে যাচ্ছেন শহরবাসী। নির্বাচনের ছুটির সাথে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় লম্বা ছুটি পেয়েছন তারা। ফলে শহর এখন অনেকটাই ফাকা। নেই যানজট।

গতকাল সকাল থেকে বাস এবং ট্রেনের টিকেট কাউন্টারে দীর্ঘ লাইনে দাড়িয়ে টিকেট সংগ্রহ করেছেন যাত্রীরা। বড়দের সাথে যাচ্ছেন ছোটরাও। সব মিলিয়ে সবার মাাঝে খুশির আমেজ বিরাজ করছে।

যাত্রী চাপ থাকলেও রাস্তায় যানজট না থাকায় যাত্রী পরিবহনে তেমন কোন সমস্যা হচ্ছেনা বলেও জানান পরিবহন সংশ্লিস্টরা।

রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, ডিসেম্বর মাসে স্বাভাবিক ভাবেই যাত্রী চাপ বেশী থাকে। তবে এবছর নির্বাচনের জন্য যাত্রীদের চাপ অন্যবারের তুলনায় বেশী। বাড়তি চাপ সামলাতে ট্রেনগুলোতে অতিরিক্ত বগি সংযোগ করা হয়েছে বলেও জানান তিনি।

যাত্রীদের সেবা নিশ্চত করতে নির্বাচনের দিনেও ট্রেন চলাচল করবে বলেও জানান স্টেশন ম্যানেজার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.