ভ্যাট প্রত্যাহারের দাবিতে ধানমণ্ডিতে সড়ক অবরোধ

0

শিক্ষাঙ্গণ : টিউশন ফি’র ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিন রাস্তায় নেমেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

রাজধানীর কলাবাগান ও ধানমণ্ডির বিভিন্ন স্পটে রবিবার বেলা পৌনে ১১টার দিকে জড়ো হন শিক্ষার্থীরা। ‘নো ভ্যাট অন এডুকেশন’ আন্দোলনের মুখপাত্র ফারুক আহমেদ বলেন, ‘আমরা মিছিল নিয়ে ধানমণ্ডির বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছি।’

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১০টা থেকে তাদের ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছেন। পরে পৌনে ১১টায় সোবহানবাগে রাস্তা অবরোধ করে রাখেন তারা। ফলে ধানমণ্ডি-মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সিটি ইউনিভার্সিটির আন্দোলনরত শিক্ষার্থী রবি চৌধুরী বলেন, ‘১১টা থেকে আমরা রাস্তায় নেমেছি।’
এদিকে বেলা সাড়ে ১১টায় সরেজমিন ঘটনাস্থলে দিয়ে দেখা যায়, ধানমণ্ডির খান মসজিদ রোড অবরোধ করে রেখেছেন স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তারা ভ্যাট প্রত্যাহারের দাবিতে নানা ধরনের স্লোগান দিচ্ছেন।

এছাড়া ইউ ল্যাব বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।এদিকে ছাত্রদের আন্দোলনকে ঘিরে ধানমণ্ডির বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.