চট্টগ্রাম বন্দরে পানি সরবরাহকারী জাহাজ ডুবি

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর জেটি এলাকায় এমভি মশক নামে বন্দরে পানি সরবরাহকারী একটি জাহাজ ডুবে গেছে।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে এই জাহাজডুবির ঘটনা ঘটে বলে বন্দর সূত্রে জানা গেছে। কি কারণে জাহাজটি ডুবেছে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। তবে ডুবে যাওয়ার সময় জাহাজের নাবিকসহ সকল আরোহী নিরাপদে তীরে আসতে সক্ষম হয়েছে।

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, চট্টগ্রাম বন্দরে আসা বিভিন্ন বিদেশি জাহাজে পানি সরবরাহের কাজে নিয়োজিত ছিল এমভি মশক। রোববার ভোরে জাহাজটি তার নিয়মিত দায়িত্ব পালন করার সময় বন্দরের ১৩ নম্বর জেটির কাছে ডুবে যেতে থাকে। এই সময় জাহাজের নাবিকসহ সকল আরোহী জাহাজ থেকে নেমে গিয়ে তীরে পৌঁছাতে সক্ষম হয়।

জাহাজটি উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.