পল্লী মঙ্গল সমিতির মহোৎসব উদযাপন

0

কারেন্ট টাইমসঃ পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে পুকুরিয়া,তুলাতলী, বণিক পাড়া, বাঁশখালী-সাতকানিয়া মহোৎসব উদযাপন -১৪২৫ বাংলা আয়োজনে দুদিনব্যাপী মহোৎসব পালিত হয় ।

মঙ্গলবার হরিশংকর ধরের সভাপতিত্বে এবং শ্যামল চক্রবর্তীর (মৃদুল) সঞ্চালনায় ধর্মসভা অনুষ্ঠিত হয় । ধর্মসভায় উদ্বোধক ও আর্শীবাদক ছিলেন পটিয়া ধলঘাট দক্ষিণ সামুরা মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ নির্মোহানন্দ গিরি মহারাজ (জয় গোপাল) । এতে তুলসীধামস্থ অদ্বৈত-অচ্যুত মিশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিরন্ময় ধর প্রধান অতিথি এবং মহান অতিথি ছিলেন ড. মাধব আচার্য্য । এছাড়া প্রধান বক্তা ছিলেন সুদর্শন চক্রবর্তী ।

আরও বক্তব্য রাখেন মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি তমাল ধর, প্রফেসর কেশব কুমার চৌধুরী, বরুন হাজারী, রতন ধর, সবুজ ধর, তমাল ধর, কার্যকরী সভাপতি শম্ভু ধর, সাধারণ সম্পাদক পলাশ ধর, সাংগঠনিক সম্পাদক লিটন ধর ও অর্থ সম্পাদক সজল ধর প্রমুখ । বুধবার অষ্টপ্রহর ব্যাপী মহোৎসব, মার্তৃপুজা, প্রতিমা প্রদর্শনী, পৌষ মেলা, পীঠা উৎসব, প্রসাদ বিতরণ ও শ্রীকৃষ্ণ লীলা প্রদর্শিত হয়। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.