বিএনপির বড় ভুল ‘১৪ সালের নির্বাচন বযকটঃ তথ্যমন্ত্রী

0

সিটি নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মধ্যে ঐক্য নেই। কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। তাদের সবচেয়ে বড় ভুল ছিল ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করা। নির্বাচন বয়কট করা।

আজ রবিবার (২০ জানুয়ারী) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজিত সাগর-রুনি মিলনায়তনে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে হাছান মাহমুদ এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি জনগণের স্বার্থে রাজনীতি না করে, নিজেদের স্বার্থে রাজনীতি করেছে। গত ১০ বছরে তাদের আন্দোলন দেখতে পাবেন, শুধুমাত্র মামলা থেকে তারেক জিয়াকে অব্যাহতি, তাকে দেশে ফেরত আনা, নির্বাচন কমিশন– এগুলো নিয়ে তাদের আন্দোলন।

তিনি বলেন, এগুলো আমজনতার বিষয় নয়। এগুলো তাদের রাজনৈতিক দলের বিষয়। এগুলো আদায় করতে গিয়ে জনগণের ওপর তারা হামলা করেছে। জনগণের ওপর হামলা করে ত্রাস সৃষ্টি করা যায়, জনগণের ভালোবাসা পাওয়া যায় না।

তথ্যমন্ত্রী বলেন, আমরা চাই, দেশে শক্তিশালী বিরোধী দল থাক। কিন্তু তারা যদি নিজেরা দাঁড়ানোর চেষ্টা না করে, তাহলে তো তাদেরকে অন্যরা দাঁড় করিয়ে দেবে না।

ডিআরইউয়ের সভাপতি ইলিয়াস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক কবীর খান উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.