চট্টগ্রাম কারাগারে বিপ্লবী সূর্য সেন ও তারকেশ্বর স্মৃতিতে শ্রদ্ধা 

0

কারেন্ট টাইমসঃ চট্টগ্রাম কারাগারে বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্যসেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ফাঁসির মঞ্চে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার এর স্মৃতি পরিষদের পক্ষে – ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

আজ রবিবার (২০ জানুয়ারী) শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন দেশ বরেণ্য লেখক ও গবেষক জামাল উদ্দীন, সিনিয়র জেল সুপার কামাল হোসেন, জেলার নাসির উদ্দীন, সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান, পরিষদের উপদেষ্টা দীপংকর চৌধুরী কাজল, মাস্টার অজিত শীল, সভাপতি প্রধান শিক্ষক অঞ্জন কুমার চৌধুরী , অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক প্রমুখ।

এতে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, এখানে আসার মূল উদ্দেশ্য হলো এখানে আসলে আত্মা বিশুদ্ধ হয় সে মানুষ দেশপ্রেমিক হয়। মাস্টারদার আর্দশ ও তারকেশ্বরের আর্দশের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। পরিশেষে বলেন উপমহাদেশের বিপ্লবী প্রেমিকগণের দীর্ঘদিনের প্রাণের দাবি ফাঁসির মঞ্চে একই সাথে দুইজন বিপ্লবী প্রাণ দান করলেও তারকেশ্বর দস্তিদারের নাম ও মুরাল না থাকাতে দুঃখ প্রকাশ করেন। এভাবে চলতে থাকলে ইতিহাসের পাতা থেকে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি যুগান্তর দলের দ্বিতীয় সভাপতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার একদিন হারিয়ে যাবে।

সিনিয়র জেল সুপার মহোদয়কে বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের নাম ও মুরাল সংযুক্তি করিবার জন্য স্মারকলিপি ও বিভিন্ন সংবাদপত্রের নিউজের কপি প্রদান করেন। পরিশেষে সিনিয়র জেল সুপার কামাল হোসেন তার বক্তব্যে বিপ্লবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, বিপ্লবীরা আমাদের অতীত ঐতিহ্য ও ইতিহাসের ধারক-বাহক। ফাঁসি দেওয়ার আগে দুই বিপ্লবীদের বৃটিশ শাসকরা নিষ্টুর ও নির্মমভাবে নির্যাতনের কথা তুলে ধরেন এবং ফাঁসির মঞ্চে তারকেশ্বর দস্তিদারের মুরাল ও পাথর লিপিতে নাম সংযুক্তির ব্যাপারে উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করবেন বলেন আসস্থ করেন ও বিপ্লবীদের আর্দশ আমাদের জাতীয় জীবনে প্রষ্ফুটিত হোক এই আশা কামনা করেন। বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সকল সদস্যদের এই মহতি কর্মযজ্ঞের জন্য চট্টগ্রাম জেল কতৃপক্ষ ও ব্যাক্তিগতভাবে অভিনন্দন জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.