বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রামের মাসিক সভা অনুষ্ঠিত

0

কারেন্ট টাইমসঃ বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রামের মাসিক সভায় বক্তারা বলেছেন,  মানবাধিকার ও সংবাদকর্মীরা একে অপরের পরিপূরক। সমাজের বিদ্যমান অসঙ্গতি তুলে ধরেন সাংবাদিকরা, প্রতিকারে এগিয়ে আসেন মানবাধিকার কর্মীরা।

বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখার মাসিক সভায় বক্তারা এসব কথা বলেন।

রবিবার রাতে নগরীর একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি এবং কেন্দ্রীয় ডেপুটি গভর্নর আমিনুল হক বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলানিউজ ২৪.কম’র ব্যুরো এডিটর এবং বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী।

বিশেষ অতিথি ছিলেন আরটিভির ব্যুরো চিফ সরোয়ার আমিন বাবু, সমকালের সিনিয়র সহ-সম্পাদক নাসির উদ্দিন হায়দার ও বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি নওশাদ চৌধুরী মিটু।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহ-সভাপতি অ্যাডভোকেট আবু আনিস খান, দক্ষিণের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, ইকবাল হোসেন জনি, চান্দু মিয়া, ডা. দীপক বড়ুয়া, সাংবাদিক হিমাদ্রী রাহা, গোলাম সারওয়ার, নোমান উল্লাহ বাহার, শেখ ওয়ালিদ হাসান, সুদর্শন মন্টি, জিয়াউল হক ইমন, আবদুল হালিম, মোহাম্মদ নবাব, বখতেয়ার উদ্দিন, সৌমেন তালুকদার প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.