সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী আর নেই

0

সিটিনিউজবিডি : সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী মারা গেছেন। আজ সোমবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে ৬৬ বছর বয়সী এই রাজনীতিবিদের মৃত্যু হয় বলে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনার।

মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেন বলে তার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানিয়েছেন।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় গত ৩ সেপ্টেম্বর সমাজকল্যাণমন্ত্রীকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় গত ৫ সেপ্টেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সিঙ্গাপুর। ছোট মেয়ে সৈয়দা সাবরিনা শারমীন এবং স্ত্রী সৈয়দা সায়রা মহসিনও তার সঙ্গে যান।

এর আগে একবার বাইপাস সার্জারি হয়েছিল মহসিন আলীর। এছাড়া ডায়াবেটিসের সমস্যার কারণে দিনে দুই বেলা ইনসুলিন নিতে হত তাকে।

(বিস্তারিত আসছে)

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.