বোয়ালখালীতে আন্ত:ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

0

বোয়ালখালী প্রতিনিধিঃ সকল ধর্মে মানবতার কথা নিহিত রয়েছে। সম্প্রীতি আর ভাতৃত্বের চেতনা নিয়ে মানব কল্যাণে কাজ করে যেতে হবে। সোমবার সন্ধ্যায় গাউসুল আজম মাইজভাণ্ডারী শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)’র ১১৩তম বার্ষিক ওরশ উপলক্ষে ৫দিনব্যাপী আন্ত:ধর্মীয় আলোচনার সমাপনি সভায় বক্তারা এ কথা বলেন।

ধর্মীয় গবেষক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আন্ত:ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আলোকিত বোয়ালখালী সম্পাদক মো. তাজুল ইসলাম রাজু। ছোটন বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাওলানা মো. আব্দুস ছবুর আল-কাদেরী ও শিক্ষক তরুণ বড়ুয়া। এতে উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক একুশে পদক প্রাপ্ত বিনয়বাঁশী জলদাসকে মরণোত্তর সম্মাননা ও বিনয় পুত্র বাবুল জলদাসকে সংবর্ধনা প্রদান করা হয়।

আঞ্জুমান এ মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী বোয়ালখালী উপজেলার পূর্ব আমুচিয়া বড়ুয়া পাড়া শাখার উদ্যোগে ৩১ জানুয়ারী শুরু হওয়া এ অনুষ্ঠানের মধ্যে ছিলো, বিশ্বশান্তি কামনায় পটঠান সূত্র পাঠ, বৌদ্ধ ধর্মীয় অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান ও সদ্ধর্ম দেশনা, সনাতন ধর্মীয় গীতাপাঠ এবং মাইজভাণ্ডারী গান ও ছেমা মাহফিল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.