ডা. জাফরউল্লাহ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেনঃ হানিফ

0

সিটি নিউজ ডেস্কঃ  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ড. জাফরউল্লাহ একজন মুক্তিযোদ্ধা, সাধারণত যাদের বয়স বেশি হয়ে যায় তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তিনিও একজন মানসিক ভারসাম্যহীন মানুষ, তার কথা আমলে নেয়ার কোনো যুক্তিকতা নেই।

আজ শ‌নিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেয়ার আগে ‘ইসির ইমামমতিতে দেশে গণতন্ত্রের কবর রচনা হয়েছে’ ড. জাফরউল্লাহ’র এমন মন্তব্যের প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

হাইকোর্টে বিএনপি ও গণফোরামের মামলার বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল হয়ে গেছে। নির্বাচনে পরাজিত হওয়ার পর তারা এসব বিভ্রান্তমুলক কথা বার্তা বলছে বরং তারা তাদের পরাজয়ের কারণ খতিয়ে দেখে চিন্তাভাবনা করে তা হলে ভবিষ্যতে জনগণের আস্থা অর্জনের জন্য এগিয়ে যেতে পারবে বলে মনে করি।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.