বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এম.ই.এস কলেজ ছাত্রলীগের শ্রদ্ধা

0

সিটি নিউজ,চট্টগ্রাম :  ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ওমরগণি এম.ই.এস. বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ কলেজ ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। ছাত্রলীগের নেতৃবৃন্দ দুই সারিবদ্ধ দাঁড়িয়ে নীরবতা পালন করে।

এরপরে কলেজ অডিটরিয়ামে ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ওমরগনি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান তারেকের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ও ওমরগনি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দীনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক এম.এ. হালিম সিকদার মিতু, সরফুল আলম জুয়েল, তোফায়েল আহম্মেদ মামুন, কামরুল ইসলাম রাসেল, হাসান আলী হামান, সাইদুর রহমান শাকিল, সোলতান আহমেদ ফয়সাল, নগর ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক কাজী মাহমুদুল হাসান রনি, রাকিব হায়দার, নুরুন নবী শাহেদ, সোহেল রানা, নগর ছাত্রলীগের মহিলা সম্পাদিকা আসমা আক্তার চুমকী, শাহাদাৎ হোসেন হীরা, আবু সাইদ মুন্না, আওরাজ ভূঁইয়া রওনক, শাহরিয়ার মনির জিসান, শেখ নিয়াজ উদ্দীন ফাহাদ, তৌহিদুল ইসলাম সুমন, মোহাম্মদ সোহেল, জাবেদ রহিম মুন, সাদ্দাম হোসেন, ইমতিয়াজ ফাহিম, ঐশিক পাল জিতু, ফয়সাল সাইদ, সুহৃদ বড়ুয়া শুভ, ফোরকান, ওসমান গনি, আয়াদুল হক চৌধুরী, দিরহানুল আলম রকি, সানজিদুল ইসলাম, জাঈদ বিন আলজামি, মুনিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, রবিউল হাসান আরিফ, সাজ্জাদ হায়দার, রাকিবুল হাসান, আজিজুল হাকিম, কামরুল ইসলাম ইমন, কাজি আলিফ, অনিন্দ্য সিংহ আদি, শাহাদাৎ হোসেন আবিদ, আমজাদ হোসেন, জুবাইর, সাইফুল ইসলাম, শহর আলী, আজিজুল হক রাহী, নিহাল নাছের, ইমতিয়াজ হোসেন, রিয়াজউদ্দীন মুন্না, রোহান ইসলাম, ফয়সাল হোসেন, রিয়াদ আলম, সাব্বির হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ই মার্চ বাঙালি জাতিকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মাধ্যমে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা যুদ্ধে রণপ্রস্তুতি করেছিলেন। ৭ই মার্চ জাতীয় জীবনের একটি ঐতিহাসিক দিন। তাই ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে জঙ্গীবাদ, মৌলবাদমুক্ত গড়তে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.