মুক্তিযোদ্ধা পঞ্চানন চৌধুরী পরলোকে

0

কারেন্ট টাইমসঃ বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বোধন আবৃত্তি পরিষদ’র স্থায়ী কমিটির সদস্য এবং বোধন আবৃত্তি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পঞ্চানন চৌধুরী মারা গেছেন (দিব্যান্ লোকান্ স গচ্ছতু)।

আজ মঙ্গলবার (১২ মার্চ) বেলা ১.৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেন। তাঁর মরদেহ বিকাল ৪ টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে চট্টগ্রামের সর্বস্তরের সাংস্কৃতিক কর্মী তাঁকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তাঁকে নিজগ্রাম আনোয়ারায় নেয়া হয়, সেখানে তাঁকে গার্ড অব অনার প্রদান শেষে সেখানে দাহ করা হয়।

তাঁর মৃত্যুতে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ, পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম, চট্টগ্রাম প্রেস ক্লাব, সিইউজে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত পহেলা বৈশাখ উদ্যাপন পরিষদ, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, চিটাগাং আরবান কো-অপারেটিভ সোসাইটি, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তীর্যক নাট্যদল, মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়, কথক নাট্য সম্প্রদায়, উদীচি চট্টগ্রাম, খেলাঘর চট্টগ্রাম মহানগর, প্রমা, তারুণ্যের উচ্ছ্বাস, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর, জনতা ব্যাংক সিবিএ চট্টগ্রাম অঞ্চল, পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম, কণ্ঠনীড়, পূর্বা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.