বাটি চালান দিয়েও বিএনপিকে পাওয়া যাবে নাঃ তোফায়েল

0

সিটি নিউজ ডেস্কঃ বর্ষিয়ান রাজনীতিক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ বলেছেন, এক সময় বাটি চালান দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন

আজ মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির ‘আইভী রহমান’ অডিটরিয়ামে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন কমিটির আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তোফায়েল বলেন, বর্তমানে দুর্নীতির দায়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া জেলে, একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় দণ্ডপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বিদেশে পলাতক। এই অবস্থায় দিশেহারা নেতাকর্মীরা দলে দলে বিএনপি থেকে পদত্যাগ করছে। এমন একদিন আসবে, যেদিন বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না।

আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীরা দলে দলে বিএনপি থেকে পদত্যাগ করছে। বিএনপির নেতারা বলার চেষ্টা করছেন, সরকারের চাপে পড়ে এমন হচ্ছে। আমি বলব, দলে ভেড়ানোর নীতি আওয়ামী লীগ বিশ্বাস করে না। বিএনপির দৈন্যদশা থেকে নিজ নিজ উদ্দ্যোগে নেতাকর্মীরা দলে দলে বের হয়ে আসছে।

তিনি বলেন, নেতাকর্মীরা বুঝতে পেরেছে, বিএনপির অবস্থা মুসলিম লীগের দিকে যাচ্ছে। এই কারণেই দলে দলে নেতাকর্মীরা দল ত্যাগ করছে। একুশে আগস্ট গ্রেনেড হামলার আসামি তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, ‘নির্বাচন বর্জনের মাধ্যমে বিএনপি নতুন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। দেশের জনগণ বিএনপিকে কোনো ষড়যন্ত্র করে সফল হতে দেবে না। আওয়ামী লীগ নেতা এমএ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন প্রমুখ জিল্লুর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.