বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের চিত্রাঙ্কন

0

সিটি নিউজ ডেস্ক :  স্বামী বিবেকানন্দের ১৫৬ তম জন্মোৎসব উপলক্ষে শুক্রবার ২২ মার্চ স্থানীয় জে এম সেন হল প্রাঙ্গণে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক স্থপতি ও পরিকল্পনাবিদ কানু কুমার দাশ। তিনি বলেন, এটি প্রতিযোগিতা নয় বরং ছোট ছোট শিশুদের সুপ্ত মনোবৃত্তি বিকাশে একরকম সহযোগিতা।

এ ধরনের আয়োজন শিশুদের নিজের স্বকীয়তার মানসিক বিকাশে সহযোগিতা করে। যা আত্মবিশ্বাসী হতে সহায়তা করে। স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যেও ছিল এরকম আত্মবিশ্বাসী মানুষ সৃষ্টি।

এসময় আরও উপস্থিত ছিলেন পরিষদের সংগঠন সভাপতি অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, সম্পাদক জিতু মহাজন, সুমন রায় চৌধুরী, লেনিন বিশ্বাস, সঞ্জয় দাশ, শুভ দাশ, জয় চৌধুরী প্রমুখ।

এই প্রতিযোগিতায় চারটি বিভাগে প্রায় ২৭৫ জন শিশুকিশোর অংশগ্রহণ করে।প্রতি বিভাগ থেকে তিনজনকে পুরস্কারের পাশাপাশি দশজনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করে এনজিএস সিমেন্ট কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.