কক্সবাজার ভোটকেন্দ্রে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

0

সিটি নিউজ ডেস্ক : কক্সবাজারের পেকুয়ায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মগনামা ইউনিয়নের দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর পর দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধরা হলেন- আবুল হোছেন, ছাদেক, বদি, রমিজ।

স্থানীয়রা ভোটার জানান, আওয়ামী লীগের আবুল কাশেমের সর্মথকরা কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মারার চেষ্টা করে। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের লোকজন বাধা দেন। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। গোলাগুলি শুরু হলে, উভয় পক্ষের চারজন গুলিবিদ্ধ হন।

বিষয়টি নিশ্চিত করে প্রিসাইডিং কর্মকর্তা ওসমান গনি জানান, এক পক্ষ কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মারার চেষ্টা করলে অপর পক্ষ বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। কেন্দ্রটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যার কারণে ভোটার শূন্য অবস্থায় রয়েছে কেন্দ্রটি। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানিয়েছি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বলেন, কেন্দ্রের বাইরে ধাওয়া, পাল্টা-ধাওয়া ও গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.