বৈশিক উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

0

সিটি নিউজ ডেস্ক : গ্লোবাল কমিউনিটি এনগেইজমেন্ট এন্ড রেজিলিয়েন্স ফান্ড (জিসার্প) প্রতিনিধি দল কক্সবাজার পরিদর্শনকালে অভিমত প্রকাশ করেছেন, বৈশি^ক উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে সব দেশকে একসাথে কাজ করতে হবে। জিসার্প প্রতিনিধি দলটি বৃহষ্পতিবার সকালে কক্সবাজার পৌঁছে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা পরিচালিত উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধমূলক বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেন। কক্সবাজারের ভারুয়াখালীতে স্থানীয় নারীদের সাথে এক উঠান বৈঠক মিলিত হন। এরপর ভারুয়াখালী আনুমিয়া বাজারে উগ্রবাদ ও সহিংসতা বিরোধী এক সচেতনতামূলক মানবন্ধনে অংশগ্রহণকারীদের সাথে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলে গ্লোবাল কমিউনিটি এনগেইজমেন্ট এন্ড রেজিলিয়েন্স ফান্ড (জিসার্প) এর চেয়ার অফ বোর্ড ক্যারোল বেলামী (Carol Bellamy), জিসার্প এর বোর্ড মেম্বার এবং অস্ট্রেলিয়ান অ্যাম্বেসেডর ফর কাউন্টার টেররিজম পল ফলি (Paul Foley), বাংলাদেশস্থ অস্ট্রেলিয়ান হাই কমিশনার জুলিয়া নিবলেট (H.E. Julia Niblett), জিসার্প এর নির্বাহী পরিচালক ড. খালেদ কোসার (Dr. Khaled Koser), জিসার্প এর উর্ধ্বতন কর্মকর্তা লিল্লা স্কুমিকি (Lilla Schumicky) ইপসা’র প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহান. উপ-পরিচালক এবং উক্ত প্রকল্পের টীম লিডার খালেদা বেগমসহ প্রকল্প সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে প্রতিনিধি দল ইপসা-সিভিক প্রকল্প অফিসে এক মতবিনিময় সভায় মিলিত হয়। মতবিনিসভায় ইপসা কর্তৃক পরিচালিত কক্সবাজার জেলার জনগণের সামাজিক সম্পৃক্ততায় উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্পের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধিদল উক্ত কার্যক্রমের বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। বিকেলে প্রতিনিধি দলটি কক্সবাজার ত্যাগ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.