পশ্চিম বঙ্গের উন্নয়নের স্পিডব্রেকার হচ্ছেন দিদিঃ মোদী

0

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে লোকসভা নির্বাচনের প্রচারে কলকাতার ব্রিগেড ময়দানে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেছেন।

আজ বুধবারম (৩ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টায় বাগডোগরা বিমানবন্দরে নামেন মোদি। সেখান থেকে কাওয়াখালিতে নির্বাচনী সভায় এসে উপস্থিত হন। সকাল থেকেই অগণিত সমর্থক সভায় এসে হাজির হয়েছেন। মঞ্চে উঠতেই ‘মোদি…মোদি’ স্লোগানে মুখর হয়ে ওঠে সভাস্থল। এই সভামঞ্চ থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মোদি।

তিনি মমতাকে উদ্দেশ্য করে বলেন,‘বালাকোটে ঘরে ঢুকে জঙ্গিদের মারা হয়েছে। আপনারা খুশি হয়েছেন তো? বুকের ছাতি চওড়া হয়েছে তো? মাথা উঁচু হয়েছে তো? কাঁদার কথা কাদের আর কারা কাঁদছেন! চোট ওখানে লেগেছে, তোমাদের ব্যথা হচ্ছে কেন? কলকাতায় বসে দিদির যতটা ব্যথা হয়েছে, এতটা ইসলামাবাদ বা লাহোরের হয়নি।

মোদি বিরোধী দলীয় নেতা রাহুল ও তার দলের সমালোচনা করে বলেন, ‘কংগ্রেস দেশের সেনাকে বিশ্বাস করে না, তারা দেশের আইনে বিশ্বাস করেনা। বাম, কংগ্রেস, মমতা দিদি সবাই একই মুদ্রার বিভিন্ন দিক ‘

নিজেকে চৌকিদার উল্লেখ করে তিনি বলেন, ‘চৌকিদার পশ্চিমবঙ্গে কাজ করতে চায়। গ্রামে গ্রামে গ্যাস দেওয়ার কাজ আমরা দ্রুত করছি। বিদ্যুত্ পৌঁছে যাবে। সকলের জন্য বাড়ি, শৌচাগার হবে। আপানাদের ভালবাসা দিদির ঘুম ছুটিয়ে দেবে। বাংলার মানুষ আমাকে ভালবাসা দিয়েছে, আমি মাথা নত করে প্রণাম করি।’

‘কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যায়। কিন্তু দিদি স্পিড ব্রেকার। তিনি উন্নয়নে ব্রেক লাগিয়ে দিয়েছেন। দিদি ৭০ লাখের বেশি কৃষক পরিবারের উন্নয়নে ব্রেক লাগিয়ে দিয়েছেন। স্পিডব্রেকার সরার অপেক্ষায় আছি।’

মমতাকে সরাসরি আক্রমণ করে মোদি বলেন, ‘দিদির সরকার গবিরদের লুট করেছে। দিদি গরিবের পক্ষে নেই। গরিবি খতম হলে দিদির রাজনীতি শেষ হয়ে যাবে। যে গতিতে দেশের অন্য রাজ্যে কাজ করেছি, এ রাজ্যে সেই গতিতে কাজ হয়নি। এর কারণ কি জানেন? আপনারা ঠিকই বুঝেছেন। পশ্চিমবঙ্গে এক স্পিডব্রেকার আছে। এখানকার লোক তাকে দিদি বলে জানেন। আপনাদের উন্নয়নের স্পিডব্রেকার হচ্ছেন দিদি।’

এ বারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপি। বাংলা থেকে যত বেশি সম্ভব আসন নিজেদের দখলে রাখার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে তারা। বিশেষজ্ঞরা বলছেন, দলীয় কর্মীদের চাঙ্গা করবে মোদির এই প্রাক-নির্বাচনী সভা।

ব্রিগেডের সভায় মোদী আরও বলেন,

• পিসি-ভাইপো মিলে বাংলাকে লুট করছে, বাংলার মানুষের সঙ্গে অবিচার করছে

• ৫৫ বছরের পরিবারতন্ত্রে গরিব, সাধারণ মানুষের গলা টিপে হত্যা করেছে দুর্নীতি

• ৫৫ বছরের পরিবারতন্ত্রের শাসনে বহু যুবক শেষ হয়ে গিয়েছে

• গণতান্ত্রিক দেশে দীর্ঘদিন ধরে পরিবারতন্ত্র চলেছে

• ২০১৪ সালে আপনাদের ভোটের জন্য দুর্নীতিগ্রস্তরা জেলের ভিতরে ঢুকেছে

• ২০১৯ এও আপনারা ভোট দিলে বিশ্বমানের পরিকাঠামো তৈরি হবে

• ২০১৪ সালে আপনারা ভোট দিয়েছিলেন, তার জন্য জঙ্গিদের উপযুক্ত জবাব মিলেছে

• এ বার আমরা আপনারা মিলে এমন সরকার বানাব, যাতে তৃণমূল সিপিএমের গুন্ডারাজ থেকে মুক্তি পাওয়া যাবে

• কেউ ভেবেছিল, গরিবদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ হবে?

• কেউ কখনও ভেবেছিল, ৫ লাখ পর্যন্ত আয় করমুক্ত হবে?

• আমাদের সরকার যে প্রতিশ্রুতি দেয়, সেটা পালন করে

• ত্রিপুরার মানুষ লাল বন্ধন থেকে মুক্তি পেতে বিজেপিকে ক্ষমতায় এনেছে

• মনে করুন, পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি, কিছুদিন আগে ত্রিপুরাতেও সেই পরিস্থিতি ছিল

• গরিবদের গ্যাস, বিদ্যুৎ দেওয়া পাপ হলে আমি সেই পাপ করেছি

• কেন সেই আওয়াজ উঠেছিল? মোদী কী করেছে? কী পাপ করেছে?

• এখানে কিছুদিন আগে এই রাজ্যে আওয়াজ উঠেছিল, মোদী হঠাও

• কংগ্রেসের এই ষড়যন্ত্র মোদী কখনও সফল হতে দেবে না

• কংগ্রেস যে কাজ করছে, সেটা সেনা ও দেশবাসীকে কমজোর করে দিচ্ছে

• আইন আমরাও বাতিল করেছি, যে আইনে সাধারণ মানুষের সুবিধা হয়, সেটাই আমরা তুলে দিয়েছি

• আর কংগ্রেসের এই সব কাজকর্ম সাহায্য করছে তৃণমূল

• পোটা আইন রদ করেছে কংগ্রেস

• নিজেদের ভোট ব্যাঙ্কের জন্য কংগ্রেস সব সময় জঙ্গিদের প্রতি নরম মনোভাব দেখিয়েছে

• যখনই আমি চৌকিদার বলেছি, তখনই চৌকিদারের প্রতি হিংসা তৈরি হয়েছে কংগ্রেসের

• কংগ্রেস কেন দেশের সুরক্ষার সঙ্গে খেলছে?

• কংগ্রেস এমন প্রতিশ্রুতি দিচ্ছে, যাতে পাকিস্তানের জঙ্গিদের সাহায্য করবে

• ওই ইস্তাহারে সেনা সুরক্ষার আইন তুলে দেওয়ার কথা বলেছে

• কংগ্রেস গতকাল ইস্তাহার প্রকাশ করেছে

• কিন্তু সেই সময়ের সরকারের সাহস ছিল না

• আমাদের বিজ্ঞানীদের কাছে স্যাটেলাইট ধ্বংস করার ক্ষমতা আগেও ছিল

• ‘মিশন শক্তি’ আমরা করেছি, সেটাকে নাটক কে বলেছে?

• এটা কি পুলওয়ামা হামলায় শহিদ বাবলু সাঁতরা ও সুদীপ বিশ্বাসের অপমান নয়?

• প্রমাণ চাওয়ার কাজ কে করছিলেন?

• আপনারা বলুন, বায়ুসেনার অভিযানের প্রমাণ কে চেয়েছিল, কে সন্দেহ প্রকাশ করেছিল

• এটা আপনাদেরই কৃতিত্বে হচ্ছে

• সারা বিশ্ব ভারতবর্ষের প্রশংসা করছে

• আপনাদের অংশীদারিত্বেই ভারতের জয় জয়কার হচ্ছে

• বাংলার কোণে কোণে এই চৌকিদারের যে সমর্থন ও শক্তি মিলেছে, তারই পরিণতিতে আমি আপনাদের সামনে রিপোর্ট কার্ড নিয়ে আপনাদের সামনে এসেছি

• আপনারা যে ভালবাসা দিচ্ছেন, আমি প্রতিজ্ঞা করছি, প্রতিদান দেবই

বাংলায় বক্তব্য শুরু মোদীর।

• আপনারা কেমন আছেন, মা কালীর নাম স্মরণ করে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি

• অনেক কষ্ট করে, অনেক প্রতিবন্ধকতা জয় করে ব্রিগেডে এত মানুষ জড়ো হয়েছেন

• তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই

• বাংলা কবিতার রাজ্য, বাংলা কবি-সাহিত্যিদের দেশ

• বাংলার কবিরা এখানকার ভাষায় মাধুর্য দিয়েছেন

• আর বিপ্লবীরা দেশের সম্মান বাড়িয়েছেন

• এই ব্রিগেড ময়দান এর আগে এত বড় ভিড় দেখেনি। খবর বাংলাবাজার পত্রিকা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.