নাফ নদী থেকে ৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি 

0

কক্সবাজার প্রতিনিধিঃ  মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) টেকনাফের নাফ নদী থেকে একটি ট্রলারসহ চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে।

আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী এলাকা থেকে তাদের অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় বিজিপি। এ প্রসঙ্গে টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ফয়সাল হাসান খান জানান, বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়া বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

ওই জেলেরা হলেন- আজিম উল্লাহ মাঝি, মোহাম্মদ আবদুল্লাহ, আবুল কালাম ও মোহাম্মদ হাসান। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপ বাজার পাড়ার বাসিন্দা।

জানা গেছে, সকালে শাহপরীর দ্বীপের বাসিন্দা আমান উল্লাহ মালিকাধীন একটি ট্রলারে করে ওই চার জেলে নাফ নদীতে মাছ ধরতে যায়। এর কিছুক্ষণ পর মিয়ানমার থেকে একটি স্পিডবোটে বিজিপির সদস্যরা এসে অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়।

এর আগে ২০১৭ সালে ২৫ আগস্টের পর থেকে টেকনাফের নাফ নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.