ফের আটকে গেল রানা প্লাজা

0

সিটিনিউজবিডি : সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে ‘রানা প্লাজা’ চলচ্চিত্রটি প্রদর্শনের অনুমতি পেলেও এবার সেন্সর সার্টিফিকেট সাময়িকভাবে স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে চলচ্চিত্র সেন্সর বোর্ডের আপিল কমিটি।

‘রানা প্লাজার’ পরিচালক নজরুল ইসলাম খান বৃহস্পতিবার বিকেলে এই প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তথ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা চলচ্চিত্র সেন্সর বোর্ডের আপিল কমিটি থেকে রানা প্লাজা চলচ্চিত্রের সেন্সর সার্টিফিকেট সাময়িকভাবে স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নানা কারণে আলোচিত চলচ্চিত্রটির পরিচালক আরও বলেন, রানা প্লাজা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল সংক্রান্ত সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত এর সেন্সর সার্টিফিকেট সাময়িকভাবে স্থগিত করা হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে চলচ্চিত্রটি সমগ্র বাংলাদেশে সাময়িকভাবে স্থগিত করা হয়।

এর আগে সকালে ‘রানা প্লাজা’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই রায়ে চলচ্চিত্রটি প্রদর্শনে বাধা কেটে যায়।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

বেঞ্চের অন্য সদস্যরা হলেন— বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.