জুমার খুতবায় জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলুন- প্রধানমন্ত্রী

0

সিটি নিউজ ডেস্ক :  জুমার খুতবায় জঙ্গিবাদের বিরুদ্ধে প্রচার করতে সারাদেশের ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) গণভবন থেকে ভিডিও কনফারেন্সেরে মাধ্যমে রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে নতুন বিরতিহীন বনলতা এক্সপ্রস ট্রেনের উদ্বোধনের সময় তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, নিরীহ মানুষকে হত্যা করা ইসলাম সমর্থন করে না। কয়েকদিন আগে নিউজিল্যান্ডে মুসলমানদের হত্যা করলো। ইস্টার সানডের দিন শ্রীলঙ্কায় বোমা হামলায় কত মানুষের প্রাণ গেল। তাই জুমার খুতবায় আপনারা ইমামরা জঙ্গিবাদের বিরুদ্ধে প্রচার করবেন। আমরা দেশে শান্তি চাই।

তিনি আরো বলেন, জঙ্গিরা সারাবিশ্বে তাদের জঘন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের হাত থেকে নিষ্পাপ শিশুরাও রক্ষা পাচ্ছে না। আমাদের শিশু জায়ান চৌধুরীও তাদের হাত থেকে রক্ষা পায়নি।

এসময় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর জন্য শুক্রবার (২৬ এপ্রিল) প্রত্যেক মসজিদে দোয়া করতে বলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.