অগ্রণী ব্যাংকের গ্রিল কেটে ২১ লাখ টাকা লুট

0

সিটিনিউজবিডি : যশোর সদর উপজেলার রাজারহাটে অগ্রণী ব্যাংকের গ্রিল কেটে ২১ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।

যশোর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ জানান, রাত সাড়ে ৩টার দিকে মুখোশধারী ৫-৬ দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অগ্রণী ব্যাংকের রাজারহাট শাখায় গিয়ে দায়িত্বরত দু’জন নৈশপ্রহরীকে মারপিট করে বেঁধে রাখে। পরে তারা ব্যাংকের গ্রিল কেটে ভেতরে ঢুকে ২১ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

এসআই মাহমুদ জানান, নৈশপ্রহরী বিশ্বজিৎ ও শহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশ্বজিতের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ব্যাংকের মধ্যে একটি দোনলা বন্দুক থাকলেও দুর্বৃত্তরা সেটি নেয়নি।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, ‘অগ্রণী ব্যাংকের রাজারহাট শাখায় দস্যুতার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.