চসিকের ভ্রাম্যমান আদালতের স্পট লাইসেন্স প্রদান

0

সিটি নিউজঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট(যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

আজ রবিবার (২৮ এপ্রিল) সকালে অভিযানকালে চান্দগাঁও থানার বলিরহাট এলাকায় নতুন/নবায়ন ট্রেড লাইসেন্স ফি আদায় সাপেক্ষে স্পট লাইসেন্স ইস্যুর অভিযান পরিচালনা কালে ৮টি ট্রেড লাইসেন্স নবায়ন ও ১৯টি ট্রেড লাইসেন্স নতুন তাৎক্ষনিক ইস্যু করে ফি বাবদ মোট ১ লক্ষ ২ হাজার ১ শত ৭০ টাকা আদায় করা হয়।

এই সময় ট্রেড লাইসেন্স হাল নাগাদ না থাকায় বলিরহাটস্থ নুর বেগম মার্কেটের সানে মদিনা ফার্নিচারকে ৫ হাজার টাকা, মেসার্স মক্কা ফার্নিচারকে ৩ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি কর্পোশেনের সার্কেল ২ এর কর্মকর্তা, বলিরহাট ফার্নিচার ব্যবসায়ী ও নির্মাতা সমবায় সমিতির সভাপতি হাজী মো. জসিম উদ্দিন ও সেক্রেটারী মো. মনসুর আলমসহ সংশ্লিস্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.