সম্মানীর ৫৫ লাখ টাকা অস্বচ্ছলদের মাঝে বিতরণ করলেন মেয়র

0

সিটি নিউজঃ  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন তাঁর মাসিক সম্মানীর পুরো টাকা ১লক্ষ ৩৫ হাজার অটিজম স্কুল, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিশ্ববিদ্যালয়ে অস্বচ্ছল শিক্ষার্থীসহ অসুস্থ রোগীদের মধ্যে বিতরণ করেন ।

মেয়র হিসেবে চসিকের দায়িত্ব গ্রহনের পর থেকে আজ বুধবার পর্যন্ত ৩শত ২২জন ব্যক্তির মধ্যে তাঁর সম্মানীর টাকা বাবত প্রায় ৫৫লক্ষ টাকা বিতরণ করা হয়। সিটি মেয়রের মাসিক সম্মাণী মাসে ১লক্ষ ৩৫ হাজার টাকা । এই টাকার একটি পয়সাও তিনি কখনো ছুঁয়েও দেখেন না। সিটি মেয়রের এ সম্মানীর টাকা বিতরণে দেখভাল করেন চসিকের অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী ।

তিনি সিটি মেয়রের এই সম্মানীর টাকা প্রতিমাসে প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও অসুস্থব্যক্তির মধ্যে বিতরণ করে থাকেন। এ তালিকায় আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন। যার একজনের দুইটি হাত নেই। মেডিকেল কলেজের শিক্ষার্থী আছেন ৩ জন। উচ্চমাধ্যমিক শ্রেণির আছেন ১ জন। অন্যরা জটিল রোগে আক্রান্ত। কারও অপারেশন হবে। কারও ঔষুধ কেনার আর্থিক সংগতি নেই।

শুধু যে মাসিক সম্মানী বিলিয়ে দেন তা নয়। অনেক সময় অসহায় মানুষের দুঃখ, কষ্টের কথা শুনে প্রায়শঃ নিজের পকেটের টাকাও দিয়ে দেন। সকলকে তিনি বলেন নিরবে-নিভৃত্বে অস্বচ্ছ মানুষদের সাহায্য কর। কেউ যাতে না ফেরে খালি হাতে-এটাই স্বভাবজাত তাঁর উক্তি।

এছাড়া সিটি মেয়র নিজের সম্মানীর টাকা অস্বচ্ছ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার পাশাপাশি তিনি করপোরেশনের গাড়ি, তেল, চালকও নেন না। নিজের গাড়িতে করে চলাফেরা করেন।এ প্রসঙ্গে সিটি মেয়র বলেন আমি রাজনীতি করছি নগরবাসীর কল্যাণের জন্য। কিছু পাওয়ার জন্য মেয়র হইনি, দেওয়ার জন্য এসেছি।

আর মেয়র পদবীটা হচ্ছে সম্মাণের। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন, রাজনীতি হচ্ছে ত্যাগ স্বীকারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক দিয়েছেন। নগরের অসহায়, দুস্থ কিছু মানুষ, কিছু ছাত্র, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কল্যাণে নিয়োজিত প্রতিষ্ঠানের কল্যাণে আমার সম্মানীর টাকা ব্যয় হচ্ছে এটা আমার জন্য সুখকর ও আনন্দের।

আমি সততা, স্বচ্ছতা ও জবাবদিহির ভেতর থেকেই আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করে যেতে চাই। সাহার্য্যপ্রাপ্ত দের সর্ম্পকে মেয়র বলেন, যেসব শিক্ষার্থী এ সাহায্য পাচ্ছে তারা একদিন সমাজে প্রতিষ্ঠিত হবে। নিজের পায়ে দাঁড়াবে। তখন তারাও এই কৃতজ্ঞতাবোধ থেকে পিছিয়ে পড়া মানুষের জন্য অবদান রাখবে।

অন্যদের প্রতি সাহায্যের হাত বাড়াবে। তাই সমাজের অস্বচ্ছ মানুষের কল্যাণে দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান মেয়র। এই সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন মজুমদার ও চসিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলুন কুমার দাশসহ বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.