বিগত দশ বছরে গণমাধ্যমের ব্যাপক প্রসার ঘটেছেঃ তথ্যমন্ত্রী

0

সিটি নিউজঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সরকারের তথ্যমন্ত্রী পরিবেশবিদ ড. হাছান মাহমুদ বলেছেন, চ্যানেল, সংবাদপত্র এবং অনলাইনসহ গণমাধ্যমে বিগত দশ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সব সময়ই গণমাধ্যম বান্ধব সরকার হিসেবে পরিচিত।

আজ শনিবার (১১ মে) মন্ত্রী চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

তথ্যমন্ত্রী বৃক্তৃতার শুরুতে চট্টগ্রামে যাদের হাত ধরে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে আখতারুজ্জামান চৌধুরী বাবু, জহুরুল আহমদ চৌধুরী, এবিএম মহিউদ্দিন চৌধুরী, এম এ মান্নান, এম এ আজিজ, আতাউর রহমান খান কায়সার, এম.এ ওহাবসহ প্রবীণ রাজনীতিবিদদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ হলো তৃণমূলের নেতারা। তাদের ত্যাগ ও কষ্টের ফসল হলো বাংলাদেশ আওয়ামী লীগ চতুর্থ বারের মত রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়া। এর জন্য আরো কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্ব। তিনি আরো বলেন, পৃথিবীতে ৫০টির বেশি উন্নত রাষ্ট্র আছে। কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান ৩১তম। জিডিপিতে বাংলাদেশের অবস্থান ৪২তম। বাংলাদেশ আজ সব সূচকে পাকিস্তানকেও ছাড়িয়ে গেছে। এদেশের মাথাপিছু আয় পাকিস্তানের দ্বিগুণ। দেশের রপ্তানি আয় ৪২ বিলিয়ন ডলার, পাকিস্তানে রপ্তানি আয় ১৫-২০ বিলিয়ন ডলারের মধ্যে উঠানামা করছে। মানব উন্নয়ন সূচকে আমরা ভারতকে পিছনে ফেলে এগিয়ে গেছি। এসব কিছুর অবদান হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পরিশ্রমের ফসল।

এসময় এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, সিটি মেয়র আজম নাছির উদ্দিন, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম চৌধুরী দোভাষ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাবেক সভাপতি আবু সুফিয়ান, কলিম সরোয়ার, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনসহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.