প্রয়োজনে ভেজাল রোধে মৃত্যুদণ্ডের বিধানঃ খাদ্যমন্ত্রী

0

সিটি নিউজ ডেস্কঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্যে ভেজাল প্রতিরোধ করতে প্রয়োজনে কঠোরতম শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে আইন সংশোধন করা হবে। তবে আইনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি পেলে এ আইনের প্রয়োজন হবে না বলেও মনে করছেন খাদ্যমন্ত্রী।

আজ রবিবার (১২ মে) সচিবালয়ের ২ নম্বর গেটে নিরাপদ খাদ্য ও সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনের সময় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভেজাল প্রতিরোধে প্রয়োজনে যাবজ্জীবনসহ মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করা হবে। তবে কেবল আইন করলেই হবে না, সচেতনতাও বাড়াতে হবে। জনগণ সচেতন থাকলে এই আইনের প্রয়োজন হবে না।

তবে এখন আর আগের মতো খাদ্যে ভেজাল নেই জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্যে ভেজাল দেওয়ার প্রবণতা অনেকটা কমে এসেছে। মানুষের মধ্যে সচেতনতাও বাড়ছে। এসময় সাধন চন্দ্র মজুমদার খাদ্যে ভেজাল প্রতিরোধে সারা বছর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.