রমজানে বিদ্যুৎ বিভ্রাট কাম্য নয়

0

সিটি নিউজ ডেস্ক : বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ খাতকে ব্যাপক গুরুত্ব দি”েছ। রূপপুর পারমানবিক ও মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ মেগা প্রকল্পের মতো বেসরকারী খাতেও সারাদেশে ব্যাপক ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ প্লান্ট হতে যাচ্ছে। সারাদেশে ব্যাপক বিদ্যুতের উৎপাদনের পরও পবিত্র রমজান মাসে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। এটি কোনভাবেই কাম্য নয়। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে অসাধু কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা আছে কিনা তা আমাদের খতিয়ে দেখতে হবে।

সামাজিক সংগঠন বেটার ফিউচার বাংলাদেশ এর উদ্যোগে নারী-পুরুষের মাঝে খাদ্য বিতরণের প্রাক্কালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সবার মাঝে রমজানের আনন্দ ছড়িয়ে দাও এ স্লোগানকে সামনে রেখে এম.এ. আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মিলনায়তনে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সংগঠনের চেয়ারম্যান হোসাইন পাভেল।
আরমান হোসাইনের উপস্থাপনায় এসময় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য শেখ নাছির আহমেদ, সংগঠনের পক্ষে নূসরাত শাহরিন রাইয়ান, কবির চৌধুরী, বাঁধন অরধী, জোহরা জেবিন, আরেফিন আল ইসলাম, সাদমান চৌধুরী, আরাফাত সামি। বেটার ফিউচার বাংলাদেশ সংগঠনটি দীর্ঘ চার বছর যাবত চট্টগ্রামের জেলা সহ বিভিন্ন ওয়ার্ডে নিম্ন শ্রেণির মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে। বৈষম্য দূর করে সমাজের পরিবর্তন ঘটাতে তারা অঙ্গীকারাবদ্ধ। অনুষ্ঠানে দুইশত নারী-পুরুষের হাতে আগামী কয়েকদিনের খাবার তুলে দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.