অতিরিক্ত দামঃ চিটাগাং শপিংকে ১ লাখ টাকা জরিমানা

0

সিটি নিউজঃ আসন্ন ঈদকে সামনে রেখে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে নগরের শপিংমল গুলোতে মোবাইল কোর্টের অভিযান চলছে।

আজ শনিবার (২৫মে) দুপুর ১টা থেকে চিটাগাং শপিং কমপ্লেক্সে অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পাহাড়তলী সার্কেল) তৌহিদুল ইসলাম ও মুহাম্মদ আলী হাসান এর আদালত।

শুরুতেই ইয়াং লেডি নামের একটি দোকানে অভিযানকালে ম্যাজিস্ট্রেট মারাত্মক অসংগতি খুঁজে পায় আমদানী করা কাপড়ের বৈধ কাগজ পত্রে। বিদেশ থেকে ৭/৮ ডলারের বা ৬০০/৭০০ টাকায় কেনা পণ্য বিক্রি করতে দেখা যায় ৭ থেকে ৮ হাজার টাকা।

ভ্রাম্যমাণ আদালত শপিং কমপ্লেক্সের ২০টি দোখানে অভিযানে পরিচালনা করে ১৫ টিতে সরকারের নির্দেশনামতে এক দামে পন্য বিক্রয় না করা মূল্য তালিকা না থাকাসহ ক্রেতা ঠকানোর নানা অসংগিত আমলে আনে। এসব অভিযোগে দায়িত্ব অবহেলা ও সতর্কতামূলক ভাবে শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী সমিতিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.