সততা ও আদর্শের প্রতীক ছিলেন সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী ছিলেন সততা ও আদর্শের প্রতীক। তিনি আজীবন সত্যের পথে কলম চালিয়েছেন। মফস্বল সাংবাদিকদের অধিকার আদায়ে ছিলেন সো”ছার। সাংবাদিকদের বিপদে তিনিই সর্বপ্রথম এগিয়ে যেতেন। আজকে যারা সাংবাদিকতা করেন তাদের কাছে অনুকরণীয় ব্যক্তিত্ব তিনি। তার অকাল প্রয়ানে মফস্বল সাংবাদিকতার বিশাল ক্ষতি হয়েছে। বক্তারা আরো বলেন সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত সত্য সংবাদ প্রকাশে অগ্রানী ভূমিকা রেখে গেছেন।

গত ২৭ মে বিকেলে চন্দনাইশের দোহাজারী সিটি সেন্টার ব্যবসায়ী কল্যান সমিতির উদ্যোগে আয়োজিত স্মরণসভা ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন। মার্কেট প্রাঙ্গনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন সাবেক দোহাজারী ইউপি চেয়ারম্যান ও সমিতির উপদেষ্টা আবদুলল্লাহ আল নোমান বেগ।

ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাজী শাহেদ নুরের সঞ্চালনায় স্মরণসভায় অন্যান্যদের মধ্যে মরহুমের স্মৃতি চারণ করেন উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, দোহাজারী প্রেসক্লাবের সভাপতি এমএ রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক এসএম নাছির উদ্দিন বাবলু, সাংবাদিক আবিদুর রহমান বাবুল, সাংবাদিক এসএম রহমান, ট্রাফিক পুলিশের এটিআই মতিয়ার রহমান, মরহুমের বড় ছেলে ফাহমিদ চৌধুরী রাহী, বখতিয়ার হোসেন, ইউপি সদস্য রাশেদুল ইসলাম, ইসলামী ফ্রন্ট নেতা কলিম উদ্দীন, জয়নাল আবেদীন আঙ্গুর, ওসমান গণি, আবু তাহের, মো. শরিফুল ইসলাম, মো. নাছির উদ্দীন, মোহাম্মদ আরফাত, আবদুল গফুর, আবুল মনছুর প্রমুখ। পরে মিলাদ মাহফিল ও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাহাবুবুর রহমান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.