ইউএসটিসির নতুন উপাচার্য ড.জাহাঙ্গীর আলম

0

সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকায় অবস্থিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,(ইউএসটিসি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের উপ-সচিব জিন্নাত রেহানা চিঠি দিয়ে ইউএসটিসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছেন। চিঠিতে বলা হয়, চার বছরের জন্য ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে ২০১৪ সালের অক্টোবরে ইউএসটিসির উপাচার্য পদে যোগ দিয়েছিলেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। প্রায় ৮-৯ মাস আগে তার মেয়াদকাল শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নুরুল আবছার ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, চুয়েট থেকে ছুটি পাওয়ার পরই ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটিসি)’র উপাচার্য পদে যোগ দেবেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.