ই. ইউ প্রতিনিধিদলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

0

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার): কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার কমিশনারের বিশেষ প্রতিনিধি সাবেক আইরিশ প্রধানমন্ত্রী এ্যামন গিলমার।

আজ মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে কুতুপালং ডি-৫ এ রোহিঙ্গা কর্তৃক উৎপাদিত সাবান ফ্যাক্টরী ও টিভি টাওয়ার সংলগ্ন ঘুমধুম ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় এ্যামন গিলমার ১০ জন পুরুষ রোহিঙ্গার সাথে মায়ানমারের আর্মি কর্তৃক হত্যা, ধর্ষণ, নির্যাতন ও অগ্নিসংযোগ সহ বিভিন্ন বিষয়ে কথা গভীর মনোযোগ সহকারে শুনেন।

এছাড়াও রোহিঙ্গারা তাদের নাগরিকক্ত, বসত-বাড়ি ফেরত, গনহত্যার বিচার সহ বিভিন্ন দাবি তাদের কাছে তুলে ধরেন। এ সময় উপস্থিত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের জুলুম নির্যাতন অত্যাচার, নিপীড়ন, খুন, গুম হত্যা, নারীদের গণধর্ষন করেছে। মিয়ানমার সরকার এদের বিচার না করলে এবং পুর্ণ নাগরিকত্ত্বা না দিলে রোহিঙ্গারা মিয়ানমারে ফেরৎ যাবেনা।

এর জবাবে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিদিধি দলের এ্যাডওয়ার্ড গিলমোর বলেন, আগামী শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল মিয়ানমারে গিয়ে রোহিঙ্গাদের বিষয়ে মিয়ানমার সরকারের সাথে কথা বলবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুতুপালং শরণার্থী শিবিরের ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম, মাষ্টার ছৈয়দ, সাদেক, সিরাজুর রহমান, মোঃ শফি, মাষ্টার ইলিয়াছ, মাষ্টার রহিম সহ ১০ জন। গত ১০ জুন ২ দিনের সফরে বাংলাদেশে আসেন। বাংলাদেশে সফর কালে রোহিঙ্গা সংকটের মানবিক দিক সহ নানান বিষয় নিয়ে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেন ও আইনমন্ত্রী আনিসুল হকের সাথে বৈঠক করবেন। মিয়ানমারের নীতিনির্ধারকের সাথেও বৈঠকের কথা রয়েছে। বিকেলে এ্যামন গিলমোর কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামের সাথে বৈঠকের কথা রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.