শিশু উৎসব উদযাপনে শিশুদের পাঠশালার প্রস্তুতি সভা

0

সিটি নিউজ ডেস্ক : “চলো স্বপ্ন দেখি, উড়াই স্বপ্ন ঘুরি” শ্লোগানটি বুকে ধারন করে পর্দাপন করা ১৯ বছরের সংগঠন মেধা বিকাশ কেন্দ্রের শিশুদের পাঠশালার এক সভা অনুষ্ঠিত হয়।চট্টগ্রাম মহানগরীর প্রাথমিক পর্যায়ের শিশুদের নিয়ে মেধা বৃত্তি পরীক্ষায় অনুষ্ঠানের বিষয়ে ও মেধা বিকাশ কেন্দ্রের শিশুদের পাঠশালার শিশু উৎসব আয়োজন উপলক্ষ্যে এক প্রাক-প্রস্তুতি সভা ৩০ মে রবিবার বিকাল ৫ টায় নগরী ওয়াসার মোড়া থাই ওয়াহ্ রেস্টুরেন্ট এ অনুষ্ঠিত হয়। সংগঠনের কো-চেয়ারম্যান এডভোকেট উত্তম কুমারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক দৈনিক আজাদীর সিনিয়র ষ্টাফ রির্পোটার শুকলাল দাশ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিশুদের পাঠশালার উপ-পরিচালক এডভোকেট অভিজিৎ রায় (পুলক), শিক্ষক মিন্টু কুমার দাশ, শিক্ষক দেবাশীষ দত্ত ক্রেডিট, এসআই/সজল দাশ, কোতোয়ালী, চট্টগ্রাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক কাঞ্চন মহাজন, কে এম তারেকুজ্জামান (এস আই, কোতোয়ালী থানা), অনুপ কুমার বিশ্বাস (এএসআই, কোতোয়ালী থানা), সৈয়দ শিবলী ছাদেক কফিল, গোলাম সরওয়ার, কাউছার খান, রিটন বড়ুয়া, সুজন দাশ, নোবেল সিকদার তাপস, আশু নাথ, মিথুন চক্রবতী প্রমুখ। উক্ত সভায় আগামী ২০১৯ সালের ডিসেম্বর এর মধ্যে শিশুদের পাঠশালার নতুন কমিটি গঠন, শিশু উৎসব উদযাপনের প্রাক-প্রস্তুতি সভা, ম্যাগাজিন প্রকাশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অয়োজনের সম্পর্কে ব্যাপক আলোচনা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.