আগ্রাবাদ অফিসপাড়াঃ রাস্তার উপর খাবারের দোকান

0

জুবায়ের সিদ্দিকীঃ চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় এখন ব্যাংঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ভ্রাম্যমান খাবারের দোকান। বিকাল ৪টা থেকে রাত অবধি এসব দোকান রাস্তা জুড়ে বসছে।নিম্নমানের খাবার ও সিলিন্ডার বিস্ফোরনের আশঙ্কায় থাকেন অফিস পাড়ার জনগন।

পুরাতন চেম্বার ভবন ও এশিয়া ব্যাংকের সামনে এসব দোকানের সংখ্যা বেশী। এসব দোকানকে কেন্দ্র করে মাদকসেবীদের পদচারণা ও মাদক বিক্রিও বাড়ছে। নগরীর অফিসপাড়ার স্বাভাবিক জীবন যাত্রা থমকে পড়ছে।

চট্টগ্রাম মহানগর রেস্তোঁরা মালিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান মিয়া এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

তিনি জানান, খোলা খাবারে সিলিন্ডারের দূর্ঘটনা ছাড়াও যানজট সৃষ্টি করছে রাস্তায় দোকান বসানোর কারনে। এতে করে রেস্তোঁরার ব্যবসায়ও প্রভাব পড়ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.