সাম্প্রদায়িকতার ছোবল প্রতিহত করতে পরিবারের দায়িত্ব রয়েছে

0

সিটি নিউজ,চট্টগ্রাম : ‘বাবারা আজ কঠিন চ্যালেঞ্জের মুখে’ বলে মন্তব্য করেছেন পেশাজীবী নাগরিক সংগঠক, সাংবাদিকদের সর্বোচ্চ জাতীয় সংগঠন ‘বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে’র সহ-সভাপতি ও চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক রিয়াজ হায়দার চৌধুরী ।

বাবা দিবস উপলক্ষে ‘দেশচিন্তা’র উদ্যোগে আলোকিত বাবা হিসেবে মুক্তিযোদ্ধা ফজল আহমদ, সমকালের ডিজিএম বাবু সজিত কুমার দাশ, মরহুম খোরশেদুল হক চৌধুরী (মরণোত্তর), মরহুম আলহাজ্ব এনামুল হক (মরণোত্তর)কে সম্মাননা প্রদান অনুষ্ঠানে পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে আরও বলেছেন, সমাজের স্হিতি সম্প্রীতি ও শান্তি রক্ষায়, মাদক সন্ত্রাস জঙ্গি আগ্রাস মোকাবেলায় বাবাদের ভুমিকার উপর নির্ভর করছে ভবিষ্যতের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা। সামাজিক আদব রক্ষায়ও মায়ের পাশাপাশি বাবার ভুমিকা অনস্বীকার্য। সাম্প্রদায়িকতার ছোবল প্রতিহত করতে পরিবারের দায়িত্বশীলতার কথাও উল্লেখ করেন এই নাগরিক সংগঠক।

দেশচিন্তা’র অন্যতম পৃষ্ঠপোষক আলী আহমেদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া পৌর মেয়র কবি মুহাম্মদ জোবায়ের, প্রধান বক্তা ছিলেন লেখক কলামিস্ট ড. মাসুম চৌধুরী।

বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও সংগঠক দিলরুবা খানমের সঞ্চালনায় এবং দেশচিন্তা সম্পাদক ইমরান সোহেলের তত্বাবধানে এতে আলোচনায় অংশ নেন ফুলকলি ফুড প্রোডাক্টস লি: এর জেনারেল ম্যানেজার এম এ সবুর, কবি ফারজানা রহমান শিমু, ডা. জামাল উদ্দিন, প্রাবন্ধিক সাহাব উদ্দিন হাসান বাবু, সাংবদিক স.ম. জিয়াউর রহমান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মো: শাকিল, সংগঠক সজল দাশ, আহমেদুল কবির রুবেল, আবৃত্তি করেন সায়েম উদ্দিন, সালামত উল্লাহ, নাছরিন হিরা, নিশু চৌধুরী, এঞ্জেলা, জায়া বিন রাওফা আজরিন প্রমূখ।

প্রধান অতিথি পেশাজীবী নেতা রিয়াজ হায়দার চৌধুরী আরো বলেন,” রাজনীতি, ধর্ম, সংসার ও সমাজে কঠিন চ্যালেঞ্জের মুখে আজ বাবারা। প্রজন্ম গঠনে মায়েদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য হলেও বাবাদের বহুমাত্রিক সংকট মোকাবিলা করতে হয়।”

বিশেষ অতিথি পৌর মেয়র কবি মুহাম্মদ জোবায়ের মুক্তবিশ্বের আগ্রাসনে পরিবারে ক্রমে মমত্ববোধ কমে যাওয়ায় বিষয়টি তুলে ধরে বলেন, সামাজিক শিক্ষা জোরদারের মধ্য দিয়ে পারিবারিক বন্ধনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

প্রধান বক্তা ড, মাসুম চৌধুরী কোরআন ও সুন্নাহর উদাহরণ দিয়ে বাবার দায়িত্ব ও বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য তুলে ধরে বলেন, বৃদ্ধাশ্রমে গেলেই পারিবারিক বন্ধন যে কতটা ভঙ্গুর হয়েছে তা বুঝা যায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.