রোটারিয়ানদের কার্যক্রম অনুকরণীয়ঃ মেয়র

0

সিটি নিউজঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘রোটারিয়ানরা সমাজে গরীবদের আর্থিক সহযোগিতা, শিক্ষার্থীদের নগদ অর্থ সাহায্য প্রদান, নারীদের কর্মমুখি করে তুলতে নানা উপকরণ বিতরণসহ নানা কর্মসূচি পালন করে যাচ্ছে। এসব কর্মকা- আমাদের সমাজের অনেকের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। আমি মনে করি, এদের কাজ অন্যদের উৎসাহী করে তুলবে নিঃসন্দেহে।’ গতকাল সোমবার রাতে রোটারি ক্লাব অব হালদা রিভারিয়ানের ইনস্টলেশন (অভিষেক) অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর ২০১৯-২০ প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর, কিডনি ফাউন্ডেশনের সভাপতি রোটারিয়ান ডা. মঈনুল ইসলাম মাহমুদ, সংবর্ধিত অতিথি চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি হাজী মুহাম্মদ সাহাব উদ্দীন, পিডিজি রোটারিয়ান আব্দুল আহাদ, পিডিজি রোটারিয়ান তৈয়ব চৌধুরী, সদ্য বিদায়ী সভাপতি আঞ্জুমান আরা বেগম, রোটারি কর্ণফুলী জোনের লেফটেনেন্ট গর্ভনর রোটারিয়ান মাহফুজুল হক, এডি. লেফ. গভ. রোটারিয়ান মুহাম্মদ ওমর আলী ফয়সাল, ক্লাব সভাপতি রোটারিয়ান মুজিবুর রহমান চৌধুরী, ক্লাব সেক্রেটারি ইন্টেরিয়র আর্কিটেক্ট রোটারিয়ান শাদ ইরশাদসহ ক্লাব সদস্যবৃন্দ এবং বিভিন্ন ক্লাবের সম্মানিত রোটারিয়ানবৃন্দ।

অনুষ্ঠানে সামাজিক প্রকল্পের মাধ্যমে নানা সহায়তা প্রদান করা হয়। এর মধ্য আছে, কিডনি ফাউন্ডেশনকে দুই লক্ষ ২০ হাজার টাকা, শিক্ষাবৃত্তি প্রদান এক লক্ষ টাকা, সেনিটেশন প্রকল্পে ৫০ হাজার টাকা, সেলাই মেশিন বিতরণ ২টি, রোটারি ফাউন্ডেশনে এক লাখ ৭০ হাজার টাকা, ভ্যান গাড়ী প্রদান বাবদ ১০ হাজার টাকা, ওষুধ প্রদান ২৫ হাজার টাকা এবং বয়স্কভাতা তহবিল প্রদান ৫০ হাজার টাকা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.