রোহিঙ্গারা ফিরতে নারাজ

0

গোলাম শরীফঃ রোহিঙ্গাদের দেখতে আবার এসেছে মিয়ানমারের একটি প্রতিনিধিদল। গত সপ্তাহে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর উভয় পক্ষের সেখানে বৈঠক হয়্।

বৈঠকে রোহিঙ্গা নেতারা তাদের দাবীদাওয়া তুলে ধরলে দেটির পররাষ্ট্র সচিব বলেছেন, “এটি মিয়ানমার সরকার বিবেচন করচে। আপনাদের ফিরিয়ে নিতে এসেছি।

রাখাইনে আপনাদের জন্য ঘরবাড়ি, স্কুলসহ যাবতীয় সুােগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে”। তবে তার কথায় আশ্বস্ত হতে পারেনি রোহিঙ্গা নেতারা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.