বোয়ালখালী পৌরসভায় ৫৫কোটি টাকার বাজেট ঘোষনা

0

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালী পৌরসভার ৫ম বাজেট ঘোষণা করা হয়েছে। ২০১৯-২০ অর্থ বছরে এবারের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৫৫ কোটি ৬লক্ষ ৫০হাজার টাকা।

আজ বুধবার (২১ আগস্ট) দুপুরে পৌর কার্যালয়ে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র হাজী আবুল কালাম আবু।

এ সময় পৌর মেয়র বলেন, প্রস্তাবিত বাজেটের লক্ষ্য পূরণে উন্নয়ন তহবিল থেকে ৪৯ কোটি টাকা ও রাজস্ব তহবিল থেকে ৬ কোটি ৬ লক্ষ ৫০হাজার টাকার সমন্বয় করা হবে। বাজেট বাস্তবায়িত হলে ২৩ কোটি ১৯ লক্ষ ৫০হাজার টাকা রাজস্ব উদ্বৃদ্ধ থাকবে।

এতে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র জোবাঈদা বেগম, এসএম মিজানুর রহমান, পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, মো. সিরাজুল হক, মো. আরিফ উদ্দিন জুয়েল, মো. সোলাইমান বাবুল, রেহানা আকতার, মো. ইসমাইল হোসেন আবু, মো. মাহমুদুল হক, পৌর সচিব মো. মোশাররফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, হিসাব রক্ষক মো. মজিবুর রহমান ও বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মো. তাজ উদ্দিন।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.