গ্রেনেড হামলার মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগকে নিশ্চি‎হ্ন করাঃ এমপি মোস্তাফিজ

0

বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে আওয়ামীলীগের উদ্যোগে ২১শে আগষ্টের ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২১ আগষ্ট) বিকেলে উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, বাঁশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব সেলিমুল হক চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শাহিদা আক্তার জাহান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দীন, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াছিন, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট বদরুদ্দীন চৌধুরী।

উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মাস্টার শামশুল আলম ছিদ্দিকী, এসএম মুজিবুর রহমান চৌধুরী, মহিলা আওয়ামীলীগ নেত্রী রয়ান জন্নাত, ছাদুর রশীদ, এডভোকেট তোফাইল বিন হোসাইন, মো. হামিদ উল্লাহ, মাওলানা আক্তার হোসাইন, মাস্টার মো. আজিজ, মিজান সিকদার প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াতের ইন্ধনে ২০০৪ সালের ২১শে আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়েছিল। তাদের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগকে চিরতরে নিশ্চি‎হ্ন করে দেয়া। ওই হামলায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণে রক্ষা পেলেও নিহত হন সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মীনি আইভি রহমানসহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের ২৪ নেতাকর্মী।

স্বাধীনতা বিরোধী ওই চক্রটি এখনও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে নানা ভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.