রাউজান একটি শ্রেষ্ঠ মডেল উপজেলা : জেলা প্রশাসক

0

নেজাম উদ্দিন রানা,রাউজান : চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ ইলিয়াছ হোসেন বলেছেন, সারাদেশের মধ্যে রাউজান একটি মডেল উপজেলায় পরিণত হয়েছে। রাউজানের চিকদাইর মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ দেখে আমি খুব মুগ্ধ হয়েছি।

৩১ আগস্ট শনিবার সকালে উপজেলার চিকদাইর ইউনিয়নের সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রার ৪নং অভিষ্ঠ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও বিদ্যালয়ে ঝরেপড়া রোধকল্পে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রাউজান উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসান মুরাদ, চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিস, মুন্সিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলমগীর কবির চৌধুরী, রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী রানা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ করে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন। পরে বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ প্রদান করেন। অনুষ্ঠান শেষে চিকদাইর উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশে যোগ দেন জেলা প্রশাসক। সেখান থেকে রাউজান উপজেলা কম্পিউটার প্রশিক্ষক সেন্টার উদ্বোধন করেন তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.