তরুণ উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেবে সরকার-এমপি নজরুল

0

গোলাম সরওয়ার,সিটি নিউজ : তরুণরা জাতির ভ্যবিষৎ তাদের হাতে আগামীর বাংলাদেশ।চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার আহবান জানিয়ে চন্দনাইশ ১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন,তরুণ উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেবে আওয়ামী লীগ সরকার।কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ করা হবে।কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম দেশের অর্থনৈতিক উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব যে অপরিসীম তা অনেক আগে থেকেই অনুভব করতে সক্ষম হই আমরা।চন্দনাইশ উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।এলাকার সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ২ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৬ টায় চন্দনাইশ ছাত্র ঐক্য চট্টগ্রাম আয়োজিত “তারুণ্যের ভাবনায় চন্দনাইশ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।চন্দনাইশ সমিতি- চট্টগ্রাম ও চন্দনাইশ মিডিয়া ক্লাব- চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মনোনিবেশ আরও জোরদারে গুরুত্ব দেয়া হবে। এটাই সঠিক সময় তরুণদের ঘুরে দাঁড়ানোর।তরুণদের ভালো কাজে আমার সব ধরনের সহযোগিতা থাকবে। চন্দনাইশ ছাত্র ঐক্যের স্বপ্নপূরণের মধ্য দিয়ে আগামীর চন্দনাইশ হবে সমৃদ্ধ ও আদর্শিক উপজেলা।পাশাপাশি এলাকায় পর্যটন কেন্দ্র গড়ার পরিকল্পনা রয়েছে।

উপজেলায় ব্যবসায়ীদের ইকোনমিক জোন গড়ার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন ।

বিশেষ অতিথি চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী বলেন,দুর্নীতি বন্ধে সবাইকে সোচ্চার হতে হবে।অসামাজিক কাজে তরুণদের আন্দোলন গড়ে তুলতে হবে।বেকার সমস্যা সমাধান ও উপজেলার সম্ভবনা নিয়ে এলাকার গুনিজন,বিশিষ্ঠ ব্যাক্তি ও সামাজিক সংগঠন নিয়ে একটি আলোচনা সভা আয়োজনের প্রস্তুতি চলছে।

অনুষ্ঠানে বক্তা হিসেবে হিসেবে উপস্থিতি ছিলেন রিহ্যাব চট্টগ্রাম সভাপতি ও চন্দনাইশ সমিতির সভাপতি আবদুল কৈয়ুম চৌধুরী, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার একরাম হোসেন, যমুনা টেলিভিশন চট্টগ্রামের বুরো প্রধান জামশেদুর রহমান, চন্দনাইশ সমিতির সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সদস্য মামুনুর রশীদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, চন্দনাইশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী,চন্দনাইশ মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক এম এ হোসাইন, চন্দনাইশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী।

প্রধান সমন্নয়ক আদিল কবির ও ছাত্র ঐক্যের সভাপতি মাসুদ পারভেজের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে অতিথিদের প্রশ্ন করেন সাংবাদিক গোলাম সরওয়ার,খোরশেদুল আলম ইমতিয়াজ, ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক তানিমুল আদনান তানিম, আব্দুর সবুর অপু, ওয়াহেদ ভুঁইয়া, শরিফুল ইসলাম সাজ্জাদ, জোনায়েদ সাকিব, বেলাল উদ্দিন সুজন, নুরুল কবির, আনিসুর রহমান, মোহাম্মদ ইলহাম, মুজিবুর রহমান, সাইদুল মান্নান সায়েম, আবদুল আজিজ, ইমতিয়াজ আহমেদ রাকিব, মিনহাজ, সাজ্জাদ হোসেন, তনিমা ইসলাম, আবির রায়হান, মাসুদ চৌধুরী, আরফাত আবির প্রমুখ।

উল্লেখ্য,উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উদ্যোক্তা ও শিক্ষার্থীরা বক্তাদের কাছে উদ্যোক্তা উন্নয়নে গবেষণা, আর্থিক প্রতিষ্ঠানের অনার্থিক সাহায্য-সহযোগিতা (প্রশিক্ষণ, সেমিনার) ইত্যাদি বিষয়ে প্রশ্ন করেন। প্রশ্নের জবাবে আমন্ত্রিত আলোচকেরা বলেন, দেশের সার্বিক উদ্যোক্তা উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। ব্যাংক, উদ্যোক্তা, গবেষক, সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান সবাই সমন্বিত হয়ে কাজ করলে সার্বিক অর্থনীতির সুফল পাওয়া যাবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.