রংপুরে এরশাদের আসন জাপাকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ

0

সিটি নিউজ ডেস্কঃ রংপুরে এরশাদের আসন জাপাকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে রংপুর-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এ্যাডভোকেট রেজাউল করিম রাজু মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন।

গত ১৪ জুলাই এ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের মোট ৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ঋণখেলাপি এবং যথাযথভাবে মনোনয়নপত্র দাখিল না করায় দু’জনের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা।

আগামী ৫ অক্টোবর এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পূজা জন্য নির্বাচনের তারিখ পেছানোর দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.